কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলের পর এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা মূল গেটের তালা ভেঙে কাপ্তাই সড়কের দিকে অগ্রসর হয়েছেন। এ সময় কোটার পক্ষে থাকা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মূল গেটের সামনের সড়কে অবস্থান নেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয়।
দেশব্যাপী কোটা সংস্কারের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
প্রথমদিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে। পরে তারা বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের বাইরে নিতে চেষ্টা করলে কর্তৃপক্ষ অনুমতি প্রদান করেনি। এরপরই বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তারা প্রতিষ্ঠানের মূল গেটের তালা ভেঙে কাপ্তাই সড়কে বের হয়।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন। এ সময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ অফিসার, কাপ্তাই থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে বিক্ষোভ মিছিলটিতে বিএসপিআইর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টরের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তামিমের নেতৃত্বে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।