রাজধানীর রামপুরা এলাকায় বাসের চাপায় জাহিদ হাসান (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় জনতার ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে হাতিরঝিল দিয়ে পালানোর সময় মেহেদী হাসান পারভেজ (১৩) নামে প্রতিবন্ধী শিশুকে পিষে দিয়েছে বাসটি। এ ঘটনায় দুইজনই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসের চালক আরিফ হোসেনকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসানের ভাই ইমরান বিকেল সাড়ে ৫টার দিকে তাকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার এসআই মো. মিনহাজ বলেন, রামপুরা এলাকায় জাহিদ নামের এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভিক্টর পরিবহনের বাসটি। এসময় মেহেদীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই কিশোর মেহেদী মারা যান। আর জাহিদ মারা যান হাসপাতালে। মেহেদী তার মা পারভিন আক্তার শারীরিক প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
নিহত জাহিদের ভাই ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকেলে দুজন মিলে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে থেকে গুলশানের পুলিশ প্লাজায় যাচ্ছিলাম। রামপুরা ব্রিজের কাছে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দেয়। তাতে জাহিদ গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাই। পরে জাহিদ মারা যান।