রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে লতিফুর রহমান লিসান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন শ্যামপুর বালুর মাঠ জামিয়া এস হাকিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। ওই মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষার্থী ছিল লিসান। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসিব এ তথ্য জানান।
শরীয়তপুর ডামুড্ডা উপজেলার পোলেন্ড প্রবাসী মো. মজিবুর হাওলাদারের ছেলে লিসান। বর্তমানে পূর্ব জুরাইন পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
এসআই বলেন, ‘মৃত লিসান মাদ্রাসায় টিনের চালে বিদ্যুৎস্পষ্ট হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
মাদ্রাসার বোডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, ‘লতিফুর মাদ্রাসার তৃতীয়তলায় থাকতো। তৃতীয়তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছ থেকে একটি বিশ টাকার নোট নিচে পড়ে টিনের চালে আটকে যায়। পরে সে বারান্দা দিয়ে ওই টিনের চালের ওপরে নামতে থাকে। সেখানে ওই টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ বলেন, ‘লিসান মাদ্রাসায় হেফজ শাখায় পড়তো। সকালে মাদ্রাসা থেকে খবর পাই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’