রাজধানীর মিরপুর ডিওএইচসের একটি ভবনের সাততলা থেকে লাফিয়ে আফরোজা আক্তার মিমি নামের এক মডেলের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, নাটক-সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে বিয়ের করে স্বামীর মানসিক নির্যাতনেই আত্মহত্যা করেছেন রোজা।
পল্লবী থানার এসআই মহিদুল ইসলাম রোজার আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত রোজার ভাই মো. আবিদ উদ্দিন রেনি বলেন, মেহেদী হাসান রনি নামের একজন কথিত পরিচালক তাঁকে (রোজা) নাটক-সিনেমায় অভিনয়ের সুযোগ দেবে বলে সর্ম্পক গড়ে বিয়ে করেন। বেশ কিছু টাকাও হাতিয়ে নেয়। এক বছরের সংসারে নাটক-সিনেমায় সুযোগ দেওয়া না দেওয়া নিয়ে তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল।
'পরে রোজার গর্ভে সন্তান চলে আসলে তাঁকে জোর করে গর্ভপাত করান ওই পরিচালক। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ছাড়া পেয়ে ওই পরিচালক নানান বিষয়ে নিয়ে মানসিক নির্যাতন করে আসছিল রোজাকে। এর ফলশ্রুতিতেই রোজা আত্মহত্যা করেছে।'
পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম আজ সোমবার সকালে বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মেয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা আজ মামলা করতে আসবেন।