বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, রাজনীতি ও শ্রেণিকক্ষ দুটো আলাদা জিনিস। একটির জন্য অন্যটি বিলম্বিত হতে পারে না।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সবাইকে বইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সবার মনস্তাত্ত্বিক বিকাশ ঘটাতে হবে। মুক্ত মননের চর্চার মাধ্যমে আগামীর ভিত গড়তে হবে।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বাংলা বিভাগের নবীনবরণ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন সেজেছিল নতুন সাজে। রঙ-বেরঙের ফুল, বেলুনের সঙ্গে ছিলো বাহারি রঙের আল্পনায় সাজানো হয় বাংলা বিভাগ। প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।