শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি থাকার কথা নয়। আমি বলেছিলাম বেসরকারি স্কুল-কলেজের পুরো কমিটিকেই বাতিল করতে, কিন্তু কোনো কারণে বোধহয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে। আসলে পুরো কমিটিকেই বাতিল করার কথা, কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি।
বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা কিন্তু এটাও চাইনা যে, চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত কমিটি চলে গেলো আরেকটা দল এসে দখল করলো, তাহলে তো আর লাভ হলো না। আমরা চাই গুণগত মান শিক্ষায় আসুক।
আরো পড়ুন:
এইচএসসির সাবজেক্ট ম্যাপিং ঠিক করবে এক্সপার্ট কমিটি
আধুনিক শিক্ষানীতি তৈরির প্রাথমিক সূচনা করতে হবে: শিক্ষা উপদেষ্টা
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কীভাবে দেয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন। এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। এটায় এক্সপার্ট কমিটি আছে।
আরো পড়ুন:
এইচএসসি বাতিলের ঘোষণা বলবৎ থাকবে: শিক্ষা উপদেষ্টা
এইচএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করবেন বিশেষজ্ঞরা: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।