আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগের মাদরাসা শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ। বোয়ালিয়ার উপভদ্রার মদীনাতুল উলুম কামিল মাদরাসায় শনিবার সকালে এ সমাবেশ শুরু হবে। এতে রাজশাহী বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, আগামী শনিবার সকাল ৯টায় মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক সমাবেশের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
আশা করা হচ্ছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবেশে সভাাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
সমাবেশে রাজশাহী বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।