রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় প্রকাশ - দৈনিকশিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় প্রকাশ

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারির পরিচয়ও। ঢাবিতে ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম।  

জানা গেছে, ছাত্রশিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হিসেবে ২০২৩ খ্রিষ্টাব্দের জুন মাসে দায়িত্ব নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমফিলের শিক্ষার্থী ছাত্রশিবিরের এ নেতা। মাস্টার্সে তিনি ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এর পরই শুরু হয় তুমুল আলোচনা।

আব্দুল কাদের ওই স্ট্যটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন।

এ ছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩টিই শেখ পরিবারের নামে - dainik shiksha ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩টিই শেখ পরিবারের নামে ছাত্ররাজনীতি নিয়ে যে সিদ্ধান্ত জানালো বুয়েট - dainik shiksha ছাত্ররাজনীতি নিয়ে যে সিদ্ধান্ত জানালো বুয়েট ছাত্র কেনো প্রধান শিক্ষকের চেয়ারে! - dainik shiksha ছাত্র কেনো প্রধান শিক্ষকের চেয়ারে! শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, তবুও তিনি উপাচার্য - dainik shiksha শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, তবুও তিনি উপাচার্য পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল - dainik shiksha পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল পাঠ্যপুস্তক বোর্ডের সচিব পদে আবারো ভাবী! - dainik shiksha পাঠ্যপুস্তক বোর্ডের সচিব পদে আবারো ভাবী! দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0073628425598145