কচ্ছপ গতির ভাব কেটে রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল শাখায় সাবলিল গতি ফিরেছে । গত এক বছরে প্রায় ৩ হাজার ফাইল নিষ্পত্তির মাধম্যে তাদের গতি বৃদ্ধি অব্যাহত রেখেছে।
শিক্ষা বোর্ডের স্কুল শাখা সূত্রে জানা যায়, গত ১ জুলাই-২০২২ থেকে ৩০ জুন ২০২৩ মোট এক বছরে ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়েছে এক হাজার ৩৯১টি, এডহক কমটি অনুমোদন করা হয়েছে ৬১০টি এবং স্বীকৃতি নবায়ন করা হয়েছে ৯১৭ টি।
সরেজমিনে গত রোববার শিক্ষা বোর্ডের স্কুল শাখায় গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু প্রতিষ্ঠানের অনেকগুলোতে ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব, মামলায় ঝুলে ছিলো অনেক বছর। আবার স্কুল খুলে ১২-১৫ বছর ঝুলে থাকলেও মেলেনি স্বীকৃতি। স্থানীয়দের সঙ্গে প্রতিষ্ঠানে গিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন এবং চলমান মামলা প্রত্যাহার করে ম্যানেজিং কমিটির অনুমোদন করে দেয়া হয়েছে। স্বীকৃতি আটকে যাওয়া প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করে দ্রুততার সাথে তা করে দেয়া হয়েছে। এছাড়া নিয়মিত বিভিন্ন স্কুল পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। তার বলেন, এসব কার্যক্রম করছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত স্কুল পরিদর্শক মুহাম্মদ জিয়াউল হক। উনায় দায়িত্ব গ্রহণের পর বেড়েছে কাজের গতি, কমেছে ঘুষ বাণিজ্য।
এ বিষয়ে স্কুল পরিদর্শক মুহাম্মদ জিয়াউল হক বলেন, আমি রুটিন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান যেনো হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখছি। আর আমি ঘোষণা দিয়েছিলাম ছয় মাসের মধ্যে কাগজমুক্ত (পেপারলেস) করবো স্কুল শাখা, সেটা বাস্তবায়নের শেষ ধাপে রয়েছি।