দৈনিক শিক্ষাডটক, রাজাপুর (ঝালকাঠি) ; ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ভান্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাটাখালি এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শিক্ষকের নাম মো. মেহেদী হাসান। তিনি উপজেলার কানুদাসকাঠি-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।
কানুদাসকাঠি-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় বক্তব্য দেন স্কুলটির শিক্ষক শুভঙ্কর চন্দ্র দাস এবং মো. আবু সালেক, স্থানীয় মো. ইব্রাহিম, মো. ফিরোজ সিকদার, মো. দুলাল কাজী, স্কুল শিক্ষার্থী তানিয়া হাসান ফারিন, ফারিয়া প্রমূখ। মানববন্ধন শেষে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।
বক্তারা অভিযোগ করেন, এ এলাকার শাহ আলম জমাদ্দারের দুই ছেলে অনিক জমাদ্দার ও লিয়ন জমাদ্দার চিহ্নিত মাদক কারবারি। সকল অপকর্মের সঙ্গে তারা জড়িত। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস করে না। পুলিশকে কুপিয়ে আহত করার মামলায়ও অনিক আসামি।
গত বৃহস্পতিবার রাতে কাটাখালি বাজারে বসে শিক্ষক মেহেদী হাসানকে অনর্থক মারধর করা হয়। বক্তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।
অভিযুক্ত মো. অনিক জানান, মেহেদী হাসানের এক ছোট ভাই মাহফিলে এসে প্রথমে তার মুখে ঢিল ছুড়ে মারলে তাকে ধরে মারধর করি। পরে মেহেদী হাসান দলবল নিয়ে আসলে কয়েকটা চড়থাপ্পড় দিই। ওদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। কিন্তু অন্যের পক্ষ হয়ে ওরা আমার সঙ্গে ঝামেলা করতে আসে।