কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজও দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ঢাকার বিভিন্ন থানা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার পর থেকে লোকাল বাসগুলোতে করে ক্যাম্পাসের ভেতরে নেতা-কর্মীদের ঢুকতে দেখা যায়। এসব নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, লাঠি ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে।
রাজু ভাস্কর্যে অবস্থান নেয়া ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলে জানা যায়, এদের কেউ তেজগাঁও থানা ছাত্রলীগ, সাভার উপজেলা ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ এবং বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।
একই রকম কর্মসূচি রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।