রাবিতে দুই দিনব্যাপী আনর্ত নাট্যমেলা শুরু সোমবার - দৈনিকশিক্ষা

রাবিতে দুই দিনব্যাপী আনর্ত নাট্যমেলা শুরু সোমবার

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

দৈনিক শিক্ষাডটকম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আনর্ত নাট্যমেলা-২০২৪। দুই দিনব্যাপি এই অনুষ্ঠান আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে অনুষ্ঠিত হবে। মেলাটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন থিয়েটার বিষয়ক পত্রিকা ‘আনর্ত’র সম্পাদক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু।

তিনি জানান, বাংলাদেশ-ভারত থেকে প্রায় ২ শতাধিক নাট্যজন এ মেলায় অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী নাট্য মেলায় পথনাটক, পালানাটক ও মঞ্চনাটক মিলে মোট ৭টি নাটক প্রদর্শিত হবে। যেখানে চারটি নাটক টিকিট ছাড়া দেখতে পারবেন দর্শকরা এবং অন্য তিনটি নাটকের জন্য টিকিট কাটতে হবে। এ ছাড়া তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে। 

মেলায় আরো থাকবে নাটকের পত্রিকা, নাটকের বইয়ের স্টল এবং নাটকের মানুষের আড্ডাঘর। মাটিবর্তী ভাবনায় আনর্তবাড়ি ও মঞ্চ এবং জ্যামিতিক আঙ্গিকে মেলার স্টলসমূহ বিন্যাস করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এবারের আনর্ত নাট্যমেলায় থিয়েটারের ‘প্রত্যক্ষ’ ও ‘নেপথ্য’ শাখায় তিনজনকে আনর্ত স্বীকৃতি (পুরস্কার) দেয়া হবে। যাত্রা শিল্পে প্রত্যক্ষ অবদানের জন্য মনোনীত হয়েছেন জ্যোৎস্না বিশ্বাস। যিনি যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের স্ত্রী এবং চলচিত্র নায়িকা অরুনা বিশ্বাসের মা। তিনি ২ হাজারের বেশি যাত্রায় সরাসরি অভিনয় ও ৩০টিতে প্রত্যক্ষ অবদান রেখেছেন।

থিয়েটারের নেপথ্য শাখায় মনোনিত হয়েছেন বাবুল বিশ্বাস। তিনি বাংলাদেশ থিয়েটার আর্কাইভস এর কর্তা। নেপথ্যে থেকে তিনি বাংলাদেশের থিয়েটার সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্ব দরবারে পরিচিতির কাজটি করে চলেছেন।

এ ছাড়াও মনোনীত হয়েছেন রাজশাহীর থিয়েটারের একমাত্র আলোর (লাইট) মানুষ আবু তাহের। তিনি ২ হাজেরর বেশি নাটক ও যাত্রায় লাইটিং করেছেন। তিনি তার নিজের জীবন ও সংসারকে উজাড় করে দিয়ে আলোর কাজ করেছেন। কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছেন।

এই আনর্ত স্বীকৃতিতে (পুরস্কার) মনোনীত পাবেন-একটি ক্রেস্ট, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা। মনোনীতদের পুরস্কার প্রদান করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উল্লেখ্য, আনর্ত রাজশাহী থেকে প্রকাশিত একটি থিয়েটার কাগজ। গত ২০১৯ খ্রিষ্টাব্দে প্রথম আনর্ত নাট্য মেলায় স্বীকৃতি পেয়েছিলেন মাস্টার তোফাজ্জল হোসেন (মরণত্তর), আলোর মানুষ জীবন কৃষ্ণ সাহা, সিরাজগঞ্জ।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিবেশ এখনও হয়নি: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিবেশ এখনও হয়নি: শিক্ষামন্ত্রী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান - dainik shiksha দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান তিন-চার দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী - dainik shiksha তিন-চার দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুক-টিকটক আপাতত বন্ধ থাকছে - dainik shiksha ফেসবুক-টিকটক আপাতত বন্ধ থাকছে পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত - dainik shiksha পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সবার কাছে নাশকতার ছবি-ভিডিয়ো ফুটেজ চেয়েছে পুলিশ - dainik shiksha সবার কাছে নাশকতার ছবি-ভিডিয়ো ফুটেজ চেয়েছে পুলিশ please click here to view dainikshiksha website Execution time: 0.0053849220275879