রাবিতে প্রথম ধাপে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু - দৈনিকশিক্ষা

রাবিতে প্রথম ধাপে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

রাবি প্রতিনিধি |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন আজ রোববার দুপুর ১২টায় শুরু হয়েছে। প্রথম দফায় আবেদনপ্রক্রিয়া চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। তবে এবার দুটি ইউনিটে বেড়েছে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ফি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ফি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা, যা গত বছর ছিল ১ হাজার ১০০ টাকা। অন্য দিকে ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের আবেদন ফি গত বছরের মতো অপরিবর্তিত ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত আবেদনের আগে অনলাইনে প্রাথমিক আবেদনের ফি ৫৫ টাকাই রাখা হয়েছে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে নির্ধারিত একাধিক ইউনিটের ফি গুনতে হবে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামাণিক বলেন, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম ধাপে মনোনীত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় আগামী ১ ও ২ মে পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। 

আইসিটি সেন্টারের এই পরিচালক বলেন, প্রথম ধাপে ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫, মানবিক শাখা থেকে জিপিএ-৪.৫৮ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ থাকতে হবে। বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আবেদনের জন্য মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রাথমিক আবেদনে উত্তীর্ণ সবাই আবেদন করতে পারবেন। সি ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক এবং বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দিবাগত রাত ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত মোট ২ লাখ ১৯ হাজার ২৭৩ শিক্ষার্থী আবেদন করেন। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসাবে এবার তিনটি ইউনিটে অনলাইনে মোট আবেদন জমা পড়েছে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক) ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। গতকাল শনিবার বিকেলে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিজের আইডি নম্বর দিয়ে লগইন করার মাধ্যমে এ ফল জানতে পারবেন।

পরীক্ষার সময়সূচি

আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কত নম্বরের পরীক্ষা

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.010941982269287