রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় বরিশাল বিভাগকে আঞ্চলিক কেন্দ্র করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার(১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় ‘শিক্ষার্থীদের কষ্ট বুঝুন, বরিশালে কেন্দ্র করুন’, ‘ভর্তি পরীক্ষার ভোগান্তি কমাও, বরিশালে কেন্দ্র দাও’, ‘বরিশালে লঞ্চ আছে, রাজশাহীতে ঘাট নাই’, ‘রাবি তোমায় ভালোবাসি, সবাই মোরা বরিশালবাসী’, ‘মোগো ভাই-বোন রাবিতে পড়তে চায়, ভর্তি পরীক্ষার পথ দীর্ঘ নয়’, ‘শিক্ষার্থীদের কষ্ট হয়, বরিশালের শিক্ষার্থীদের স্বপ্নের পথে বাধা নয়’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায় শিক্ষার্থীদের।
মানববন্ধনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান আহমেদ বলেন, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভোগান্তি কমানো। কিন্তু যে জেলার শিক্ষার্থীদের ভোগান্তি বেশি, সেই জেলাকেই যুক্ত করা হয়নি। বরিশাল বিভাগে ৬টি জেলা থেকে অনেক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসে। মেয়ে শিক্ষার্থীরা এতো দূরে ভর্তি পরীক্ষা দিতে আসতে পারিবারিক বাধার সম্মুখীন হতে হয়। রাজশাহীতে পরীক্ষা দিতে আসার জন্য দুইদিন আগে রওনা দিতে হয়। একদিন বরিশালে অবস্থান করে পরদিন রাজশাহী আসতে হয়। আমরা বরিশাল বিভাগকেও আঞ্চলিক কেন্দ্র করার দাবি জানাই।
এ সময় আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেসার উদ্দিনসহ রাবিতে অধ্যায়নরত বরিশাল বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে, রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল আগের প্রশাসন। কিছুদিন আগে রংপুর বিভাগে আঞ্চলিক কেন্দ্র করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন রংপুর বিভাগের কিছু শিক্ষার্থী। তাদের দাবি গ্রহণও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রংপুরকে আঞ্চলিক কেন্দ্র করা হয়।