দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: নানা অনুষ্ঠান ও আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো 'হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪'। শনিবার দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন। এই উৎসবে ৬টি ক্যাটেগরিতে দেশের ৬ কৃতী সাহিত্যিক ও গবেষককে পদক প্রদান করা হয়।
রাজশাহী লেখক পরিষদ প্রদত্ত 'হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪' পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)।
পদকপ্রাপ্ত এই ছয় গুণীজনকে পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হয়। এর আগে উৎসবের প্রথম অধিবেশনের প্রথম পর্বে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে অবস্থিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হাসান।