রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের গ্রেস্টরুমে বসাকে কেন্দ্র করে গত ১১ মে রাতে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুইগ্রুপ। ঘটনাটি তদন্ত করতে গঠন করা হয় তিন সদস্যের কমিটি।
গত মঙ্গলবার রাতে তদন্ত রিপোর্টের একটি কপি প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে এক শিক্ষার্থীর আবাসিকতা ও দুইজনের ছাত্রত্ব বাতিলসহ মোট ৮টি সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমানের আবাসিকতা বাতিলের সুপারিশ করা হয়। অন্যদিকে, নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগে মাদার বক্স হল ছাত্রলীগ কর্মী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শামসুল আরিফিন খান সানি এবং একই বিভাগের আরেক ছাত্র ও মতিহার হল ছাত্রলীগ কর্মী আজিজুল হক আকাশের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এ ছাড়া তদন্ত কমিটির সুপারিশকৃত বিষয়গুলোর মধ্যে রয়েছে-১১ মে, ১২ মে ও ১৩ মে হোসেন সোহরাওয়ার্দী হলে ছাত্র সংগঠনের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রকৃত ঘটনা ‘গোয়েন্দা সংস্থা’র মাধ্যমে অনুসন্ধান করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া। হলে অবস্থানরত অবৈধ, অনাবাসিক ও বহিরাগতদের হল ছাড়ার জন্য পুলিশ প্রশাসনের মাধ্যমে তল্লাশি চালিয়ে হল ত্যাগের নির্দেশ, তারপরও হল ত্যাগ না করলে গ্রেফতারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।