রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে ঢুকতে পারেন এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তালা দিয়েছেন ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তারা প্রথমে কাজলা গেট এবং পরে প্রধান গেটের তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতারা বলছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসতে চান। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। এজন্য গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘গালিব ও বাবু বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চায়। তাদের উদ্দেশ্য ক্যাম্পাস অস্থিতিশীল করা। বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেবো না। এজন্যই আমরা গেটে তালা ঝুলিয়েছি।’
প্রসঙ্গত, ২১ অক্টোবর রাতে মোস্তাফিজ বাবু ও আসাদুল্লাহ হিল গালিবকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির ঘোষণার পর থেকে ছাত্রলীগের একাংশ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নেয়। গত দু’দিনেও ক্যাম্পাসে আসতে পারেননি সভাপতি ও সাধারণ সম্পাদক।’