দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে আকাশ হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় বেলগোরোড সীমান্তে তিন শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২০ জন বাসিন্দা। আহত হয়েছেন শতাধিক। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) ইউক্রেনের ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি ক্রেমলিনের। খবর বিবিসি।
এর আগে শুক্রবার ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় কয়েক ডজন মানুষ নিহত হন। ওই ঘটনায় রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকালের হামলায় বেসামরিক নাগরিক আক্রান্ত হওয়াকে রুশ বিমান বাহিনীর অযোগ্যতা বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গতকাল রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে কিয়েভ।
মস্কোর দাবি, কিয়েভ ওলখা ও ভ্যাম্পায়ার রকেট দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি অন্যান্য অস্ত্রের কথাও বলছে।
ইউক্রেনের নিরাপত্তা বহিনী জানিয়েছে, সন্ত্রাসী হামলার জবাব দিতে রুশ ভূখণ্ডে ৭০টির বেশি ড্রোন রকেট ছুড়েছে তারা। বেসামরিক নাগরিকদের নিহত হওয়া প্রসঙ্গে বলছে, রুশ বিমান বাহিনীর অযোগ্যতার জন্যই সেখানের বেসামরিকরা হতাহতের শিকার হয়েছেন।
এর আগের দিন ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বিমান হামলায় নিহত হন ৩৯ জন বেসামরিক নাগরিক। যার প্রতিক্রিয়ায় গতকাল রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন বাহিনী।