সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের খলাছড়া গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে সুহেল আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র।
নিহত সুহেল আহমদ খলাছড়া গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে খলাছড়া ইউনিয়নের দক্ষিণ খলাছড়া গ্রামের আতাবুর রহমানের বাড়ির রাস্তা নিয়ে একই বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিকের (৫২) সঙ্গে আতাবুর রহমান তার লোকজনের মারামারি ঘটনা ঘটে।
এদে সুহেল আহমদ (১৬), আব্দুল বাছিত (৩৫), রোহেল আহমদ (১৮), হালিমা বেগম (৩০), ইমরান আহমদ (১৮), আবুল কালাম (৪০) ও হোছন আহমদ (৪৫) গুরুতর আহত হন। এ ঘটনায় মনুহর আলীর ছেলে আতাবুর রহমান (৪৯) বাদী হয়ে ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত দু'জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে আব্দুল খালিক (৫৫), আব্দুল মালিক (৫৭) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২২) গ্রেফতার করে।
বুধবার রাত ১০টার দিকে আহত সুহেল আহমদ চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মারা যায়। রাত ১ টায় এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে আহত আরেক নারীর অবস্থা অবনতি হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, মারামারি ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারামারি মামলায় হত্যাকাণ্ডের ধারা সংযোজন করা হবে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।