উচ্চ আদালতের নির্দেশে র্যাগ ডে’র নামে আয়োজিত ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ ও নিষ্ঠুর কার্যকলাপ এবং বিরক্তিকর আচরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসন।
বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৫১৫/২০২২ এ হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. খিজির হায়াত এর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে আয়োজন সংক্রান্ত বিষয়ে গত ১৭ এপ্রিল নির্দেশনা জারী করেছে। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে আয়োজিত নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ ও নিষ্ঠুর কার্যকলাপ এবং বিরক্তিকর আচরণ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বলেন, র্যাগ ডে’র নামে আয়োজিত ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ ও নিষ্ঠুর কার্যকলাপ এবং বিরক্তিকর আচরণ বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে উক্ত অনুষ্ঠান পালন করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।