লিফট কিনতে তুরস্কে যাচ্ছেন পাবিপ্রবির ৬ জন - দৈনিকশিক্ষা

লিফট কিনতে তুরস্কে যাচ্ছেন পাবিপ্রবির ৬ জন

পাবনা প্রতিনিধি |

লিফট কেনা ও তদারকির জন্য তুরস্ক সফরে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছয় সদস্যের প্রতিনিধি দল। আগামী ৭ জুন সফরে গিয়ে ১৪ জুন ফেরার কথা রয়েছে। অবশ্য এই সফর হওয়ার কথা ছিল গত ৯ মে। 

প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিয়মতান্ত্রিকভাবে ঠিকাদারের সরবরাহ করার আগে লিফটের মান যাচাইয়ের অংশ হিসেবে এই সফর। এটি ঠিকাদারের শিডিউলে অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য আলাদাভাবে কোনো অর্থ খরচ হচ্ছে না।

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে, ১২ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ২ টি, দশতলা বিশিষ্ট শিক্ষার্থীদের আবাসিক হল ২টি এবং দশতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ১টি সহ মোট পাঁচটি আধুনিক ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন এসব ভবনের জন্য কেনা হবে ২৫টি লিফট। আর সেই লিফট কেনাকাটা ও তদারকির জন্য তুরস্ক সফরে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ্ উদ্দীন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান, প্রকৌশলী ফরীদ আহম্মেদ, রিপন আলী, জহির মুহা. জিয়াউল আবেদীন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, লিফটের মান যাচাইয়ে একাধিক সফরকে একসঙ্গে করে একটা সফর করায় সাশ্রয় করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান বলেন, ‘২০১৮ খ্রিষ্টাব্দে যখন প্রকল্পটির কাজ পান ঠিকাদারেরা, তখন সেই প্রকল্পের মধ্যেই সবকিছু যুক্ত রয়েছে। এ কারণে লিফট সরবরাহ করার জন্য আলাদা কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি। সেই সঙ্গে লিফটের যে বিশদ বিবরণ টেন্ডারে উল্লেখ করা হয়েছে সেখানে মান যাচাই করতে প্রিশিপমেন্ট ইনস্পেকশনের কথা রয়েছে। এর ব্যয় ঠিকাদারই বহন করবে। বিশ্ববিদ্যালয়ের কোনো অতিরিক্ত অর্থ খরচ হবে না।’

কোষাধ্যক্ষ অধ্যাপক সালাহ্ উদ্দীন বলেন, ‘আমরা যে লিফট সরবরাহটা গ্রহণ করব, সেটি আসছে কি না এ বিষয়টি নিশ্চিত করা (এ সফরের লক্ষ্য)। সেখানে গিয়ে আমাদের প্রকৌশলীরা ওই মেশিনে সিগনেচার করে আসবে। আমরা সেটি দেখে গ্রহণ করব। ২০১৮ খ্রিষ্টাব্দে টেন্ডারের মধ্যেই এসব খরচ অন্তর্ভুক্ত ছিল। আমরা যদি জিনিসটা না দেখে আসি, তাহলে নিম্নমানের পণ্য, খারাপ জিনিস দিয়ে দিতে পারে। সেটা যাচাই বাছাই করার জন্যই মূলত আমাদের যাওয়া।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘এখানে শুধু নয়, যেকোনো জায়গায় যখন লিফট আনা হয় তখন সমস্ত জায়গা থেকে তারা ইনস্পেকশনে যান। এটা নতুন কিছু না, পুরোনো প্র্যাকটিস। ২০১৮ খ্রিষ্টাব্দে যখন প্রকল্প সাইন হয়েছিল তখনই এটা অন্তর্ভুক্ত ছিল। সেই হিসেবে এখন আমাদের টিম যাচ্ছে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা সাশ্রয় করেছি অনেক। আমাদের একেকটা কন্ট্রাক্টে আলাদা আলাদা করে যাওয়ার কথা। যেহেতু আমরা সাশ্রয় করতে চাই, সে কারণে সব কন্ট্রাক্টকে একসঙ্গে করে এমনভাবে করেছি যে সবাই এক কন্ট্রাক্টে একসঙ্গে এক জায়গায় যাচ্ছি। বরং কয়েকটা দেশে যাওয়ার কথা ছিল। সব মিলিয়ে আমরা বাজারদর, এলসি খোলার সমস্যা, নানা কিছু মিলিয়ে শুধু টার্কিতে যাচ্ছেন আমাদের টিম। এ কাজে যারা অভিজ্ঞ শুধু তাঁরাই যাচ্ছেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে কিন্তু আমার যাওয়ার কথা, কিন্তু আমি যেহেতু লিফটের অভিজ্ঞ নই, এ কারণে যাচ্ছি না। আমাদের টিমটাকে সেইভাবেই তৈরি করেছি, তাঁরাই যাচ্ছেন এবং খুবই অল্প সময়ের মধ্যে তাঁরা ঘুরে আসবেন।’

উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ খ্রিষ্টাব্দের ১ জুলাই। প্রকল্পের প্রাথমিক অনুমোদিত ডিপিপি ব্যয় ছিল ৪৮০ কোটি ৭ টাকা। প্রকল্পের মেয়াদ দুইবারে ৩৯ কোটি ৮৫ লাখ টাকা বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে এ বছরের ৩১ ডিসেম্বর।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.010828971862793