রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শুধু লেখাপড়া করে শিক্ষিত হলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হয়ে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ সেবায় এগিয়ে আসতে হবে। গত বুধবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর বালিকা উচ্চ বিদ্যালয় ও মানিকপীর ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেবে। কেউ নির্বাচনে বাধার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। দেশ ও জনগণের কথা না ভেবে তারা শুধু দেশের সম্পদ লুট করেছে। এখন তারা মিথ্যা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রাশেদুজ্জামান রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।