সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগো পরিবর্তনের পর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আজ শনিবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটারের বর্তমান নাম) মাস্ক একটি গ্রাফচার্ট শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, গত মাসে টুইটারের ব্যবহারীর সংখ্যা ৫৪০ মিলিয়ন ছাড়িয়েছে।
টুইটারে শেয়ার করা ক্যাপশনে মাস্ক লেখেন, ২০২৩ খ্রিষ্টাব্দের এক্স-এর মাসিক ব্যবহারীর সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে।
গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কেনার সময় প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২২৯ মিলিয়ন। এর পরের মাসে ছিল ২৫৯ দশমিক ৪ মিলিয়ন।
গত ২৪ জুলাই টুইটারের সুপরিচিত নীল পাখির লোগোর পরিবর্তে নতুন লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। অবশ্য লোগো পরিবর্তনের ঘোষণা আগেই দিয়েছিলেন মাস্ক।
রয়টার্সের খবরে বলা হয়েছে, টুইটারের নতুন লোগো কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’।
এক টুইটবার্তায় ইয়াকারিনো লেখেন, ‘এক্স চলে এসেছে। আসুন আমরা এগিয়ে যাই।’ এ ছাড়া টুইটারের সান ফ্রানসিসকো কার্যালয়ের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।