দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : দিনাজপুরের এক অসচ্ছল পরিবারে জন্ম ফাতেমার। জন্মের পর থেকে দারিদ্র্যতাই তার বড় সঙ্গী। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে চান্স পেয়ে বাবা আবু বক্করের মনের আশা পূরণ করেছে সেই মেয়ে ফাতেমা। সে বড় চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়।
দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্টিস্থ পূর্ণভবা নদীর বাধ সংলগ্ন ভ্যান চালক মো. আবু বক্কর সিদ্দীকে’র মেয়ে মোছা. ফাতেমা সারা বাংলাদেশে ৬৫০তম মেডিক্যাল পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে সে ভর্তি হবে।
দিনাজপুরের বিশিষ্ট প্রবীণ কবি ফাতেমা বেগম বলেন, আমাদের এলাকার মেয়ে মোছা. ফাতেমা মেডিক্যাল কলেজের মেধাতালিকায় উর্ত্তীণ হয়ে শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি, আমাদের এলাকাবাসীরও মুখ উজ্জ্বল করেছে। আমরা এলাকাবাসী মোছা. ফাতেমার জন্য গর্ববোধ করছি।
ভ্যান চালক আবু বক্কর জানান, আমার মেয়ে ছোট থেকেই মেধাবী। সে প্রতিটি ক্লাসে ভালো রেজাল্ট করতো। ভ্যান চালিয়েও আমি আমার মেয়ের পড়াশোনায় কোনো অবহেলা করিনি।
মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া ফাতেমা বলেন, দিনাজপুরবাসীর কাছে আমার প্রার্থনা আপনারা আমার জন্য দোয়া করবেন, যেনো আমি একজন বড় চিকিৎসক হিসেবে বাবা-মা, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীসহ দিনাজপুর জেলার মানুষের মুখ উজ্জ্বল করতে পারি। আমি প্রকৃত চিকিৎসক হয়ে আর্তমানবতার কল্যাণে এবং অসহায় রোগীদের পাশে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে চাই।