ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের শিক্ষাবিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’র কপি হাতে নিয়ে বিস্মিত হলেন বিশ্বভারতী শান্তি নিকেতনের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মানবেন্দ্র মুখোপাধ্যায় ৷ তার দপ্তরে ‘দৈনিক আমাদের বার্তা’ পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি অত্যন্ত খুশি হলেন৷ বললেন, বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এইরকম একটি দৈনিক পত্রিকা অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করেছে।
‘দৈনিক আমাদের বার্তা’ পত্রিকার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান এর উদ্দেশে অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, সাংবাদিকতা করার জন্য সাহস দরকার৷ বিশেষ করে বর্তমান সময়ে দুই দেশেই শিক্ষা, চাকরি, উচ্চশিক্ষা, প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে দুর্নীতি সামনে আসছে৷ সাংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তা প্রকাশ পেলে সাধারণ নাগরিকসহ দেশের সরকারের নজরে তা আসে৷ তাই প্রকৃত সাংবাদিকতার মধ্যে দিয়েই বেরিয়ে আসতে পারে দুর্নীতি৷
তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের খবর যখন প্রকাশিত হয় তখন তারা মোটিভেটেড হয়৷ ভালো কিছু করার ইচ্ছা শক্তি জেগে ওঠে৷ বর্তমান সময়ে প্রতিটি সংবাদপত্রে শুধু রাজনৈতিক খবরাখবর থাকে৷ নেই সৃষ্টিশীল খবর যা দেখে শিক্ষার্থীরা কিছু করার সাহস পান।
প্রফেসর মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘দৈনিক আমাদের বার্তা’ পত্রিকাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।