শাবিপ্রবি ছাত্র হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-ভিসিসহ ৭৬ জনের নামে মামলা - দৈনিকশিক্ষা

শাবিপ্রবি ছাত্র হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-ভিসিসহ ৭৬ জনের নামে মামলা

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

পুলিশের ধাওয়া খেয়ে আহত এবং পুলিশ ও ছাত্রলীগের অভিযানে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের আশায় খাল পার হতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীর মৃত্যুতে ৭৬ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন শাবি শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর ইসলাম।

মৃত শিক্ষার্থীর নাম রুদ্র সেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পাহাড়তলীতে।

মামলার আসামিরা হলেন- সিলেটের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর ক্রাইম) মো. সাদেক দস্তগীর কাউছার, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আবু খালেদ মো. মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি রনজিত সরকারসহ সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ।

এদিকে এই মামলায় শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান, সিনিয়র সহসভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার বাদী সমন্বয়ক হাফিজুর রহমান সমকালকে বলেন, গত ১৮ জুলাই রুদ্র শহীদ হয়। পুলিশ এবং ছাত্রলীগ আক্রমণের ফলে এটা ঘটেছে। এর আগে সে আহত ছিল। আমরা এখন আদালতের দ্বারস্ত হয়েছি। আমরা চাই এই ঘটনার সুস্থ তদন্ত হয়ে বিচার হোক। তিনি আরও বলেন, মামলার বিষয়ে রুদ্রের পরিবারের সঙ্গে আমাদের সহযোদ্ধারা কথা বলেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00335693359375