দৈনিক শিক্ষাডটকম, শাবিপ্রবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলে সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন পাঁচ শিক্ষক।
আজ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে উপ-রেজিস্ট্রার ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়।
নোটিশে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দুই জন শিক্ষককে নিয়োগ দেয়া হল। নিয়োগপ্রাপ্তরা হলেন- বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. নয়ন চন্দ্র মহন্ত এবং ওশেনোগ্রাফী বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক।
এছাড়া আরেক নোটিশে বলা হয়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত ৩ জন শিক্ষককে নিয়োগ দেয়া হল। নিয়োগপ্রাপ্তরা হলেন- বিএমবি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, বাংলা বিভাগের প্রভাষক মোশরেফা বেগম মিসু এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুস্মিতা রায়।
নোটিশে আরো বলা হয়, তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।