দৈনিক শিক্ষাডটকম, শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কিলোরোডের বিভিন্ন প্রান্তের সোন্দর্য বৃদ্ধি কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে এসব কার্যক্রম পরিদর্শণ করেন তিনি।
এ সময় উপাচার্য সকল কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন এবং সোন্দর্য বৃদ্ধি আরো কিভাবে দৃষ্টিনন্দন করা যায় তা নিয়ে সুপরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, বনায়ন ও সৌন্দর্য বর্ধণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আারফিন খাঁন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশ, শাহপরান হলের সহকারী প্রভোস্ট সাইফুজ্জামান সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।