সরকারি বিধি মোতাবেক ও বে-সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত) সংশোধীত মোতাবেক শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ল্যাব/শপ এ্যাসিসটেন্ট (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) পদে ১জন, ল্যাব/শপ এ্যাসিসটেন্ট (ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন) পদে ১জন,ল্যাব/শপ এ্যাসিসটেন্ট (পোল্ট্রি রিয়ারিং এন্ড ফার্মি) পদে ১জন, ল্যাব/শপ এ্যাসিসটেন্ট (ফিস কালচার এন্ড ব্রিডিং) পদে ১জন করে লোক লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল)/(ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান সিজিপিএ)। বর্নিত সর্বশেষ ডিগ্রি ব্যাতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ১টি ৩য় শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বৎসর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য। তবে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ২য় বিভাগ (সসমান সিজিপিএ) বিবেচনা করা যাবে এবং এক ধাপ নীচের গ্রেডের বেতন প্রাপ্ত হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বৎসর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, রূপালী ব্যাংক লি: শেরপুর শাখার অনুকুলে এবং ২ কপি ছবিসহ অধ্যক্ষ বরাবরে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
যোগাযোগ:- অধ্যক্ষ, শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ, শেরপুর, বগুড়া।