সরকারি চাকরির কোটা ইস্যুতে দীর্ঘ ৪ ঘন্টারও বেশি সময় অবরোধের পর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ এই দীর্ঘ সময় যানজটে স্থবির ছিলো পুরো ঢাকা শহর। তবে আন্দোলনকারীরা সরে যাওয়ার পরে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
এদিকে রোববার (৭ জুলাই) রাতে শাহবাগ ছাড়ার আগে এক দফা দাবিতে আগামীকালের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এ সময় শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ব্লকেডের হুঁশিয়ারিও উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
তাদের ঘোষিত এক দফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে। নতুন দফাটি হলো- সব গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জাতির জন্য কোটা নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা প্রথা বাতিল করতে হবে।
শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে নতুন কর্মসূচির ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
নতুন কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখবে। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেল সাড়ে তিনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন শিক্ষার্থীরা।
এর আগে রোববার (৭ জুলাই) ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন।