পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেলুচিস্তানের আওয়ামী পার্টির সিনেটর আনোয়ারুল হক কাকার। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানায়।
পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, আনোয়ারুল কাকারের জন্ম ১৯৭১ খ্রিষ্টাব্দে বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহ জেলার মুসলিমবাগ এলাকায়। তিনি বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেনে। নিজ শহরে স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এক বৈঠকে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করার ব্যাপারে একমত হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানিয়েছিলেন।
আনোয়ারুল কাকার ২০১৮ খ্রিষ্টাব্দে বেলুচিস্তান থেকে ছয় বছরের জন্য সিনেটর নির্বাচিত হন। ২০২৪ খ্রিষ্টাব্দে মার্চে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। পাশাপাশি তিনি প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন। একই সঙ্গে তিনি ব্যবসায়ী, উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটিরও সদস্য।
২০১৮ খ্রিষ্টাব্দে গঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) হয়ে তিনি সিনেটে সংসদীয় নেতার দায়িত্বও পালন করেন। পাঁচ বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। মাস পাঁচেক আগে দলটি তাঁর স্থলে নতুন নেতৃত্ব বেছে নেয়।
আনোয়ারুল বরাবরই বেশ সক্রিয় রাজনীতিবিদ। উচ্চ কক্ষে (সিনেট) নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আনোয়ারুলকে দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়। তিনি পশতুন জাতিগোষ্ঠীর মানুষ। তাই তিনি পশতুন ও বেলুচ উভয়ের প্রতিনিধিত্ব করেন।
পিএমএল-এন ও পিপিপিসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সিনেটরের সুসম্পর্ক রয়েছে। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে জাতীয় পরিষদের নির্বাচনে কোয়েটা থেকে পিএমএল–কিউ–এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।