দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: আজ শুক্রবার সকালে শুরু হওয়া ১৮ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন অঘটন ঘটেছে। সেখানে পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার খবর পাওয়া গেছে।
একাধিক সূত্র মতে, মনিপুর স্কুলের মূল বালিকা ক্যাম্পাসের এ ঘটনায় পরীক্ষা হওয়ার পর পাশের কেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
সারাদেশে ২৪ জেলা শহরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলে।
আর দ্বিতীয় শিফটে কলেজ পর্যায়ের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় থেকে সাড়ে ৪টা পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।