১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৬৫ হাজার আবেদন পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল, কলেজ ও স্কুল পর্যায়-২ এর নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা এ আবেদন করেছেন। ১৮ লাখ ৬৫ হাজার আবেদন পড়লেও এ নিবন্ধনে প্রার্থীর সংখ্যা কিছুটা কম হতে পারে। বেশ কয়েকজন প্রার্থী স্কুল ও কলেজ উভয় পর্যায়েই আবেদন করেছেন। আগামী বছর জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি শুরুতে এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা আছে।
গতকাল বুধবার সন্ধ্যায় এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুল, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে ১৮ লাখ ৬৫ হাজার আবেদন জমা হয়েছে। আবেদনের পরিমান কিছুটা বেশি। তবে প্রার্থীর সংখ্যা কিছুটা কম হতে পারে। কারণ অনেকে স্কুল ও কলেজ উভয় পর্যায়েই আবেদন করেছেন।
এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে নেয়া হবে জানতে চাইলে তিনি আরো বলেন, জানুয়ারিতে নির্বাচনের ভোটের পর পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। তবে পরীক্ষার তারিখা নির্ধারণ হয়নি।
এনটিআরসিএর একটি সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায়, এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে আয়োজনের পরিকল্পনা আছে। গত ৯ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর পর্যন্ত চলে।
জানা গেছে, শিক্ষক নিবন্ধনের আবেদন করা প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের এ পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে। দেশের ২৪টি জেলায় প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। প্রিলিমিনারিতে নূন্যতম ৪০ নম্বর পাওয়া প্রার্থী শিক্ষক নিবন্ধনের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান।
জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এতোদিন বিষয়ের ভিত্তিতে প্রার্থীরা নিবন্ধিত হলেও এবার থেকে এমপিও নীতিমালা অনুসারে পদের ভিত্তিতে প্রার্থীদের নিবন্ধিত করা হবে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস পদের ভিত্তিতে রূপান্তরিত করে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অনুমোদিত হলেই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।