দৈনিক শিক্ষাডটকম, বরিশাল প্রতিনিধি : প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন বরিশাল বিভাগের প্রার্থীদের একাংশ। একইসঙ্গে পরীক্ষায় ভিভাইস জালিয়াতিতে জড়িত প্রার্থীদের শাস্তি ও জালিয়াতিতে জড়িত শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান প্রার্থীরা। বরিশাল বিভাগের প্রার্থীদের ব্যানারে গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে প্রার্থীরা অভিযোগ তুলে বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য বিভিন্ন গণম্যধাম প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে প্রার্থীদের পক্ষে রিট করা হয়েছে ।
প্রার্থীরা আরো বলেন, আমাদের মূল দাবি হলো দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগ চাই।
মানববন্ধনে ৫ দফা দাবি তোলেন প্রার্থীরা। দাবিগুলো হলো প্রথম পর্বের ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠ ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা আয়োজন, ডিভাইস ও দুর্নীতি মুক্ত পরীক্ষা আয়োজন, জালিয়াতির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার উপযুক্ত শান্তি ও সংশ্লিস্ট শিক্ষকদের চাকরিচ্যুতি।
মো: আল মাহমুদ নামের এক প্রার্থী মানববন্ধনে বলেন, প্রাথমিক শিক্ষক হলো জাতির প্রথম ভিত্তি৷ সেখানে দুর্নীতি এই জাতি কখনো মেনে নিতে পারে না। প্রার্থীদের নতুন করে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেবেন বলে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আশা করছি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।