দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ঝালকাঠির একটি কেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ অভি চন্দ্র দাস (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে ঝালকাঠি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ইব্রাহীম নামের এক পরীক্ষার্থীর পক্ষে ওই কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন।
আটক অভি চন্দ্র দাসের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় কীর্তিপাশা ইউনিয়নে। সেখানকার গোবিন্দ ধবল গ্রামের বাসিন্দা। অভি রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের গণি হাওলাদারের ছেলে ইব্রাহীম নামের এক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়ার এক ঘন্টার পরীক্ষা চলাকালে ৩০ মিনিট অতিবাহীত হওয়ার পর অভির কানে বসানো ইলেক্ট্রনিক ডিভাইসটিতে ‘টিট টিট’ আওয়াজ হতে থাকলে বিষয়টি হল পরিদর্শকের নজরে আসে। ঘটনার সময় হল পরিদর্শক অভিকে তার আসন থেকে উঠিয়ে কেন্দ্র পরিদর্শক মো. আব্দুল করিমের কাছে নিয়ে যায়।
সেখানে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব এবং কেন্দ্র সুপারেন্টেন্ট অধ্যক্ষ জিন্নাত রেহানা ফেসদৌসী ঐ পরীক্ষার্থীর কাগজপত্র যাচাই করে তার প্রক্সির বিষয়টি নিশ্চিত হয়।
দুপরে অভি চন্দ্রকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের তথ্য বের করা হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির নাসির উদ্দিন সরকার।