দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ: শিক্ষক নেতা মো. কাওছার আলী শেখের বিরুদ্ধে অর্থ আত্মাসাৎসহ নানা অভিযোগে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বরখাস্ত এবং সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও আরবিট্রেশন কমিটি চূড়ান্ত বরখাস্ত অনুমোদন করে। সেই বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, নওগাঁর নেতারা।
শনিবার জেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে এ দাবি জানান জেলা শিক্ষক সমিতির নেতারা।
অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, সবুজ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কাওছার আলী শেখকে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিধিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলকভাবে বরখাস্ত করেছেন। নিরপেক্ষভাবে যাচাই-বাছাই না করে ম্যানেজিং কমিটির বরখাস্তের সিদ্ধান্ত ঢাকা বোর্ড অনুমোদন পাওয়ার কারণে সারাদেশের ন্যায় নওগাঁর এমপিওভুক্ত শিক্ষকরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। অনতিবিলম্বে এই শিক্ষক নেতাকে স্বপদে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান জেলা শিক্ষক সমিতির নেতারা।
বাংলাদেশ শিক্ষক সমিতি নওগাঁর সভাপতি সেন্টাল গালর্স স্কুলের প্রধান শিক্ষক মো. মোহাতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১১টি উপজেলার ১২ হাজার শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে ৬৭ সদস্যের জেলা কমিটির প্রতিটি উপজেলার নেতারা।