বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ পাওয়াদের শিক্ষক পদে যোগদানের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এর আগে ২১ আগস্ট এনটিআরসিএ সাড়ে ১৯ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছিলো। ওইদিনই প্রাথীদের মোবাইল নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে যোগদানের শেষ তারিখ ও নির্দেশনা জানানো হয়।
এনটিআরসিএর পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সুপারিশের বিজ্ঞপ্তিতে এনটিআরসিএস জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। কোনো প্রার্থী টেকনিক্যাল কারণে মেসেজ না পেলে এনটিআরসিএ‘র ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।
পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত হন ২২ হাজার ৩৩ প্রার্থী। তাদের মধ্য থেকে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এনটিআরসিএ অফিসে জমা দেয়ার নির্দেশের প্রেক্ষিতে ১৯ হাজার ৫৯৮ জন প্রার্থী সনদপত্র দাখিল করেন এবং ২ হাজার ৪৩৫ জন প্রার্থী সনদপত্র জমা দেননি। সনদ জমা দেয়া প্রার্থীদের মধ্যে ১২ জন প্রার্থীর নিবন্ধন সনদ জাল পাওয়া যাওয়ায় অবশিষ্ট ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ, নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিলো।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।