বরগুনার আমতলী উপজেলায় হলুদিয়া ঘাট সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শনিবার দুপুরে উপজেলার চাওড়া-হলদিয়া হাটসংযোগ সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু গণমাধ্যমকে জানান। তিনি বলেন, আমতলীর কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মো. সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান ছিলো।
ঘটনাস্থলে থাকা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
এখন পর্যন্ত নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন-শিবচর মাদরীপুরের মুনী বেগম (৪০), তার ছোট মেয়ে তাহিয়া (৭), বড় মেয়ে তাসফিয়া (১১), একই এলাকার ফরিদা বেগম (৫৫), রাইতি (৩০), ফাতেমা আক্তার (৪০), রুবী বেগম (৪০), হলদিয়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে হৃদি (৫), তার মা জাকিয়া বেগম (৩০)।
জীবিত উদ্ধার হওয়া চারজন হলেন, মাহবুব খান, সোহেল খান, সুমা আক্তার ও দীশা আক্তার। তারা সবাই শরিয়তপুরের বাসিন্দা। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। সেতুটি উপজেলার চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নকে সংযুক্ত করেছে বলে জানান স্থানীয়রা।