দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম জয়। শনিবার ঘোড়াঘাট সরকারি কলেজে পাঁচ দিনের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে তিনি এই পরিদর্শন করেন।
মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে। ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার ৪৮০ জন শিক্ষক এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের দায়িত্বে আছেন ৩৩ জন প্রশিক্ষক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জয় বলেন, শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা না করে এখন নিজেরা শ্রেণি কক্ষেই জ্ঞান অর্জন করবে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা জ্ঞান অর্জন করে তা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাবেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তার উননেছা শিউলি, রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, ঘোড়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম প্রমুখ।