দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : এক হাজার ৩০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ১৬ জন। ফলে শিক্ষার্থীরা ক্লাসে হাজির হলেও শিক্ষকের দেখা পায় না। হেসেখেলে পিরিয়ড শেষ হয়ে যায়। ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার এক সরকারি স্কুলের চিত্র এটি। এবার স্কুলটিতে শিক্ষকের সংখ্যা বাড়াতে অভিনব আন্দোলনের পথ বেছে নিলেন অভিভাবকরা। শিক্ষক বাড়াতে রাস্তায় জামা খুলে বিক্ষোভ করেছেন তারা।
ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ দিতে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন। লাভ হয়নি। এবার তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। তাই জামা খুলে বিক্ষোভ প্রদর্শনের পথ বেছে নিয়েছেন। অভিভাবকদের হুঁশিয়ারি, এবারও দাবি না মানলে সম্পূর্ণ পোশাক খুলে বিক্ষোভ দেখাবেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ওয়াশিম জেলার মংরুলপির শহরের জেলা পরিষদ হাইস্কুলে এক হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু স্কুলে শিক্ষকের সংখ্য়া মাত্র ১৬ জন। শূন্যপদ রয়েছে ৩৭টি। স্কুলে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয় না।
স্কুলে শিক্ষক নিয়োগ দিতে অভিভাবকরা পঞ্চায়েত সমিতির গ্রুপ টিচিং অফিসারের কাছে দুবার লিখিত অভিযোগ করেছিলেন। এরপরও কাজ না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা কমিটির কর্মকর্তাকে অর্ধনগ্ন আন্দোলনের হুঁশিয়ারি দেন। অভিযোগ সে হুঁশিয়ারিতেও কর্ণপাত করেননি কর্মকর্তারা। শেষ পর্যন্ত মংরুলপির পঞ্চায়েত সমিতির সামনে জামা খুলে বিক্ষোভ দেখান তারা। অভিভাবকদের দাবি, সাত দিনের মধ্যে স্কুলে শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে।