জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, প্রশাসন শিক্ষার্থীদের দিয়ে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার চিন্তাভাবনা করছে। শিক্ষক মূল্যায়নে প্রাপ্ত তথ্যের আলোকে শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক সম্পর্ক আরো সমৃদ্ধ হবে। শিক্ষা কার্যক্রম গতিশীল করা, গুণগত মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষে প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে একাডেমিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা, অগ্রগতি এবং পরবর্তী করণীয় নির্ধারণে এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি ছাত্র-জনতার যৌক্তিক গণআন্দোলনের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষে প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর। এ লক্ষ বাস্তবায়নে প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেয়া, নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে দ্রুত সময়ে ফল প্রকাশ করা এবং স্নাতক প্রথম পর্ব থেকে থেকে স্নাতকোত্তর পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।
সভায় বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।