শিক্ষক সংকটে কক্সবাজারের ৫৩ শতাংশ প্রাথমিক স্কুল, ব্যাহত শিক্ষা কার্যক্রম - দৈনিকশিক্ষা

শিক্ষক সংকটে কক্সবাজারের ৫৩ শতাংশ প্রাথমিক স্কুল, ব্যাহত শিক্ষা কার্যক্রম

দৈনিক শিক্ষাডটকম, কক্সবাজার |

দৈনিক শিক্ষাডটকম, কক্সবাজার : কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫৮টি। এর মধ্যে ৫৩ শতাংশ বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য। সর্বশেষ ২০১৩ খ্রিষ্টাব্দে জেলায় ২৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল। শিক্ষক সংকটের কারণে ১১ বছর ধরে মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী। সরকার শিক্ষার উন্নয়নে বাস্তবমুখী নানা পদক্ষেপ নিলেও প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন শিক্ষকরা।

সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা প্রধান শিক্ষক পদে নিজেদের পদোন্নতি চেয়ে আদালতে মামলা করে রেখেছেন। এছাড়া সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দিলেও জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে—এমন অভিযোগে অনেক শিক্ষক আদালতে মামলা করে রেখেছেন। ফলে উদ্যোগ নিয়েও সারা দেশে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করতে পারছে না মন্ত্রণালয়।

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৬৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা পালন করছেন প্রধান শিক্ষকের দায়িত্ব। অথচ পদোন্নতিযোগ্য শূন্য পদ রয়েছে ৩৪০টি। এছাড়া শূন্য রয়েছে ৩৫২টি সহকারী শিক্ষকের পদ। এর মধ্যে সদর উপজেলায় প্রধান শিক্ষক নেই ৫৩টি বিদ্যালয়ে। এছাড়া রামুতে ৪৮টি, চকরিয়ায় ৭৪টি, পেকুয়ায় ৩২টি, কুতুবদিয়ায় ৩৫টি, মহেশখালীতে ৩৩টি, উখিয়ায় ৩৭টি ও টেকনাফে ৩৭টি বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ।

শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক সংকট থাকায় সহকারী শিক্ষককে ওই পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে পাঠদানে সমস্যা দেখা দিচ্ছে। প্রধান শিক্ষক ছাড়া পরিচালিত বিদ্যালয়ে প্রশাসনিক কাজ সাধারণত সহকারী শিক্ষক চালিয়ে নেন। সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে কর্মঘণ্টার বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। ফলে পাঠদান ব্যাহত হয়। যার মাশুল দিতে হচ্ছে শিশুদের।

এছাড়া অভিজ্ঞতা না থাকায় দাপ্তরিক কাজে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহে দাপ্তরিক প্রয়োজনে উপজেলা ও জেলা পর্যায়ে সভায় যোগ দিতে ছোটাছুটি করতে হয়। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে কোনো পারিশ্রমিকও দেয়া হয় না। এ অবস্থায় অতিরিক্ত দায়িত্বকে বোঝা হিসেবে দেখছেন অনেকে। দায়িত্ব পালনে অনেকে অনীহাও প্রকাশ করছেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়ায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক কমে যাচ্ছে। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে পড়ালেখা।

প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম বলেন, ‘২০১৩ খ্রিষ্টাব্দের পর থেকে প্রধান শিক্ষক নিয়োগ আর হয়নি। তবে নন-ক্যাডার থেকে কিছু কিছু নিয়োগ হলেও কক্সবাজারে আমরা তা পাইনি। শিক্ষক সংকট শুধু কক্সবাজারের নয়, এটি জাতীয়ভাবে হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, সরকার ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে নিয়োগবিধি প্রস্তুত করে প্রক্রিয়া চালু করেছে। আশা করি, শিগগিরই আমরা এ প্রক্রিয়ায় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করতে পারব। শূন্য পদের বিপরীতে তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগের নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হলো ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে। ২০১৭ খ্রিষ্টাব্দে নন-ক্যাডার থেকে সারা দেশে ৮৮১ জনের তালিকা প্রস্তুত করে সরকার। সেখান থেকে বিধি অনুযায়ী ৩৫ শতাংশ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হয়।’

এদিকে প্রধান শিক্ষক না থাকায় জেলার ৩৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যোগ্যতাসম্পন্ন ও প্রশাসনিকভাবে দক্ষ প্রধান শিক্ষক একটি প্রতিষ্ঠানের প্রাণ হলেও প্রধান শিক্ষক না থাকায় মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পাঠদান, দাপ্তরিক কার্যক্রম, শ্রেণী ব্যবস্থাপনা, নতুন নতুন কারিকুলাম, সরকারের গৃহীত সৃজনশীল পদ্ধতির যথাযথ প্রয়োগ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন শিক্ষকরা।

অন্যদিকে প্রতি বছর সহকারী শিক্ষকের পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে এলেও জেলায় এখনো শূন্য রয়েছে ২৫৬টি পদ। গত বছর প্রাক-প্রাথমিকের শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হলেও অনেক শিক্ষক মফস্বল থেকে শহরের প্রতিষ্ঠানে বদলি হয়ে এসেছেন। এজন্য গ্রামের বিদ্যালয়ে সহকারী শিক্ষক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে টেকনাফের মতো উপজেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান। শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতি বছর ফলাফলে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।

সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমদ বলেন, ‘আমি একা কীভাবে একটা প্রতিষ্ঠান চালাব। গত বছর একজন সহকারী শিক্ষক নিয়োগ দিলেও তিনি নিয়মিত আসেন না। প্রত্যন্ত এলাকায় একটা বড় ভবন ও যাবতীয় সুযোগ-সুবিধাও রয়েছে। তবুও কোনো শিক্ষক এসে স্থায়ীভাবে থাকতে চান না। এটা নিরসন হওয়া জরুরি। এভাবে চললে শিক্ষার মান কমে যাবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পাওয়া যাবে না।’

চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - dainik shiksha চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ ঢামেকে একজনের মৃত্যু - dainik shiksha ঢামেকে একজনের মৃত্যু জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ - dainik shiksha জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ - dainik shiksha বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর - dainik shiksha শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0069727897644043