দৈনিকশিক্ষাডটকম, খুলনা : খুলনা মহানগরীর সদর থানার আমতলা মোড়ে শিক্ষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সি ওরফে গলাকাটা রাজুকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২০১৭ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি রাতে নগরীর আমতলা মোড়ের বাসিন্দা প্রভাষক চিত্তরঞ্জনের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের বাধা দিলে ডাকাতরা ভিকটিমকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, খুলনা ২০২১ খ্রিষ্টাব্দের ৩ মার্চ ২ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের সময় থেকেই গলাকাটা রাজু পলাতক ছিলেন। তাকে সদর থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।