শিক্ষককে মারধরের প্রতিবাদ এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের আড়ালিয়া কেরামতিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার (৭ জুলাই) দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে শূন্যপদে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়ার আহ্বান জানান বক্তারা।
এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে বিধিবহির্ভূতভাবে জ্যেষ্ঠতা লঙ্গন করে ওই মাদরাসার গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ আঁকড়ে ধরেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে তার অনুগত দুই-তিনজন শিক্ষককে নানা অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে ন্যায়পরায়ণ শিক্ষকদের ওপর অবিচার করে থাকেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমকে একাধিকবার ফোন দিলে কল রিসিভ করেননি এবং খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।