শিক্ষকদের টাকা ‘দিশার পেটে’ - দৈনিকশিক্ষা

শিক্ষকদের টাকা ‘দিশার পেটে’

যশোর প্রতিনিধি |

যশোরে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ‘সেকেন্ড চান্স এডুকেশন’ প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক, তত্ত্বাবধায়কদের (সুপারভাইজার) বেতন পরিশোধ করা হয়নি। ঝরে পড়া শিশুদের স্কুলের জন্য ভাড়া নেওয়া ঘরের ভাড়া পাননি বাড়িমালিকেরা। 

সরকারের এ প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা (এনজিও) দিশা সমাজ কল্যাণ সংস্থা কাগজপত্র জালিয়াতি করে অন্তত দুই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে।

সম্প্রতি প্রকল্পেরই উপজেলা ব্যবস্থাপক উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালককে প্রকল্পের কাগজপত্রসহ প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ বলা হয়েছে, ঝরে পড়া শিশুদের জন্য এ প্রকল্পের স্কুলগুলোর বাড়িমালিকেরা ভাড়া পাননি। শিক্ষক ও তত্ত্বাবধায়কদের বেতন বকেয়া রয়েছে। শিক্ষার্থীদের নিম্নমানের পোশাক ও ব্যাগ দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, দিশা সমাজ কল্যাণ সংস্থা প্রকল্পের সব বিল-ভাউচার নিজেদের মতো তৈরি করছে। এমনকি প্রকল্পের আয়-ব্যয়ের যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে; সেটিও নিজেরা তৈরি করেছেন।

জানা গেছে, দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ২০২০ খ্রিষ্টাব্দে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়। যশোরে লিড এনজিও হিসেবে ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’ ছয়টি উপজেলা ও যশোর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়।

সূত্র জানায়, যশোরের ৬টি উপজেলার প্রায় ৪ স্কুলকেন্দ্রের ১ বছরের ভাড়া বকেয়া রয়েছে। মাসে দেড় হাজার টাকা হিসেবে এ ৪০০ স্কুলের ১ বছরের ভাড়া দাঁড়ায় ৭২ লাখ টাকা। আর যশোর পৌরসভার ৬০টি কেন্দ্রে আড়াই হাজার টাকা করে দেড় বছরের ভাড়া দেওয়া হয়নি। এই ভাড়ার পরিমাণ ৩০ লাখ টাকা। এ ছাড়া যশোর পৌরসভার ৬০টি স্কুল কেন্দ্রের ৬০ শিক্ষকের ১০ হাজার টাকা করে ২ মাসের বেতন বাবদ ১২ লাখ টাকা, ৬ উপজেলার ৪০০ জন শিক্ষকের ৫ হাজার টাকা করে ২ মাসের ৪০ লাখ টাকা, উপজেলার ৫০ জন সুপারভাইজারের ১৫ হাজার টাকা করে ২ মাসের বেতন ১৫ লাখ টাকা, পৌরসভার ৬ জন সুপারভাইজার ও উপজেলার আটজন ব্যবস্থাপকের ২০ হাজার টাকা করে ২ মাসের ৭ লাখ ২০ হাজার টাকা দিশা সমাজ কল্যাণ সংস্থা উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ।

দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা বলেন, ‘সব অভিযোগ মিথ্যা।’

জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস বলেন, ‘উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিবেদন চাওয়ায় তা পাঠানো হয়েছে।’

৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha ৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড - dainik shiksha অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন - dainik shiksha ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ - dainik shiksha বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ please click here to view dainikshiksha website Execution time: 0.0039548873901367