পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ চলাকালীন প্রধান শিক্ষকের অপমানজনক কথায় এক ছাত্রী শ্রেণিকক্ষে আত্মহত্যার চেষ্টা করেছে। ভুক্তভোগী ছাত্রীর মা বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। শিক্ষার্থীরা ওই অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেন। গত মঙ্গলবার স্কুল চলাকালীন শিক্ষার্থীরা এ মিছিল করেন।
জানাযায়, গত বৃহস্পতিবার উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ চলাকালীন ১০ম শ্রেণির এক ছাত্রী তার সহপাঠীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রধান শিক্ষক গ্রীন তালুকদার ভরা মজলিসে সবার সামনে বসে ওই ছাত্রী ও তার মা-বাবাকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলেন। এতে ওই ছাত্রী অপমানিত হয়ে শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সহপাঠীরা এসে তাকে উদ্ধার করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, বৃহস্পতিবার ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা চলছিলো। এ সময় ওই ছাত্রী দুষ্টুমি করায় তাকে সামান্য একটু বকা দিয়েছিলাম। এতে সে শ্রেণিকক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করে তার পরিবারের সামনে ক্ষমাও চেয়েছি। এখনো কেনো তারা আন্দোলন করছে বুঝতে পারছি না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারকে একটি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।