সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিশু ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস। বিষয়টি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফকে এই কমিটির প্রধান করা হয়েছে। গত রোববার বিকালে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই ছাত্রীর দাদা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। সে একজন চরিত্রহীন শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত। আদরের ছলে ছাত্রীদের কাছে ডেকে তাদের স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। গত বৃহস্পতিবার ক্লাসে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আমার নাতনিকে স্পর্শকাতর স্থানে হাত দেন বাড়িতে ফিরে এসে তার দাদীকে ঘটনাটি খুলে বলে। পরে প্রধান শিক্ষক, সভাপতি ও শিক্ষকদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেই। তার কঠিন শাস্তি হওয়া উচিত।
উল্লাপাড়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনা তদন্তে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফকে প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও মো. মনিরুজ্জামান খাঁনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, ইতোমধ্যে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রির্পোট জমা দেয়া হবে।
এসব বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।