ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফজলুল হক (৬০) নামে এক শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছে মাদরাসার বর্তমান-সাবেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গাড়িতে মাদরাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়িতে পৌঁছে দেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার (২ নভেম্বর) সকালে পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখী কামিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক ফজলুল হককে সংবর্ধনা দেয়া হয়।
মাদরাসার সাবেক শিক্ষার্থী টিপু সুলতান ও ইমরান বলেন, ‘স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে সিনিয়র শিক্ষক ফজলুল হক হুজুর কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতেন। যে কারণে বিদায় বেলায় সব শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শোআইব বলেন, শিক্ষক যখন তার চাকরি জীবন শেষে বাড়ি ফিরে যান তখন তিনি অনেক কষ্ট পান। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই শিক্ষার্থী ও কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে। আমার ধারণা ঈশ্বরগঞ্জে এই প্রথম এমন একটি উৎসবের বিদায় হয়েছে। প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।