দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।
গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসার মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রাজস্ব খাতে শূন্যপদের বিপরীতে ১০ম গ্রেড হতে ২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) জনবল নিয়োগের লক্ষ্যে প্রদর্শক (পদার্থ), প্রদর্শক (রসায়ন), প্রদর্শক (জীববিজ্ঞান), প্রদর্শক (প্রাণিবিদ্যা), প্রদর্শক (উদ্ভিদবিদ্যা), প্রদর্শক (ভূগোল), প্রদর্শক (মৃত্তিকা বিজ্ঞান), প্রদর্শক (গণিত), প্রদর্শক (গার্হস্থ্য) ও প্রদর্শক (কৃষি) পদে গত ২৭ আগস্ট ২০২১ তারিখ এবং গবেষণা সহকারী (কলেজ), সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী পদে গত ২২ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd)- এ প্রকাশিত হয়েছে।
উল্লিখিত পদসমূহের মৌখিক পরীক্ষা গত ০৪ মে ২০২৪ তারিখ হতে শুরু হয়ে আগামী ১১ মে ২০২৪ তারিখ পর্যন্ত পূর্ব নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে।
আগামী ১২ মে ২০২৪ তারিখ থেকে পুনঃ নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা পর্যায়ক্রমে শুরু হবে।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার ভেন্যু এবং সময়সূচিসহ বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd)-এ পাওয়া যাবে।
সময় ও কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।