দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে জনবল নিয়োগের ভাইভা পরীক্ষা আগামী ৪ মে থেকে শুরু হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল নিয়োগে প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী পদের ভাইভা পরীক্ষা পর্যায়ক্রমে শুরু হবে।
টেলিটক থেকে প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টেলিটকের এসএমএস প্রাপ্তির পর http://dshe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ও Applicant’s Copy ডাউনলোড করে প্রার্থীদের প্রিন্ট করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।